খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি তপন কারাগারে
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

তপন কান্তি দে
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দেকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলা শহরের শান্তি নগর এলাকা থেকে তপন কান্তিকে গ্রেপ্তার করে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল বাতেন জানান, তপন কান্তি দের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তপন কান্তি দেকে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা/রূপায়ন/মাসুদ