ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১০ মে ২০২৫   আপডেট: ০৯:৫১, ১০ মে ২০২৫
নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলে সংঘর্ষে নিহত ১ 

দুর্ঘটনায় আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সংঘর্ষে আক্তার খন্দকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার খন্দকার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে  মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার মারা যান। দুর্ঘটনাকালে দুই বাহনে থাকা আরো ৫ আরোহী আহত হন। আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনকদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/পলাশ/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়