ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীর মকবুল হত্যার ৫ আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১১ মে ২০২৫  
রাজশাহীর মকবুল হত্যার ৫ আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার মকবুল হত্যা মামলার ৫ আসামি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল রবিবার (১১ মে) ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। এদিন দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপ।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছিল। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের রাজশাহী এনে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়