ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১১ মে ২০২৫  
পদ্মায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

রাজশাহীর পদ্মা নদী (প্রতীকী চিত্র)

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে জয় হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রবিবার (১১ মে) দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

কিশোর জয় হোসেন রাজশাহী নগরের আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়