গাজীপুরে হত্যা মামলার পলাতক আসামিদের ঘরে আগুন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে হত্যা মামলার পলাতক তিন আসামির তালাবদ্ধ আধাপাকা ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘরগুলোতে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী একটি পরিবারের অভিযোগ, মামলার বাদীপক্ষের লোকজন তাদের বসতঘর ছাড়তে হুমকি দিচ্ছিলেন।
রবিবার (১১ মে) ভোরের দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. ওমর ফারুক, মো. বাবুল মিয়া ও স্বপন মিয়া। তারা সবাই সম্প্রতি ঘটে যাওয়া মো. নাজমুল ইসলাম (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
নিহত নাজমুল ইসলাম একই গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মে ক্ষেতে ধানের আঁটি রাখাকে কেন্দ্র করে নাজমুলের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরই জেরে নাজমুল ও তার বাবাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। পরে তারা নাজমুল ও তার বাবার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এ ঘটনায় নাজমুল গুরুতর আহত হন। গত ৯ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলার আসামি মফিজ উদ্দিনের স্ত্রী সায়মন নেছা বলেন, “মামলার পর থেকে আমার তিন সন্তানসহ পরিবারের সবাই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বাদীপক্ষের লোকজন আমাদের বাড়ি ছাড়তে হুমকি দিচ্ছিল। আমরা তালা দিয়ে ঘর ছেড়ে যাই। আজ ভোরের দিকে প্রতিবেশীরা জানান ঘরে আগুন জ্বলছে।”
তিনি আরো বলেন, “আগুনে তিনটি বসতঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও ধান-চাল পুড়ে গেছে।”
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোমেনুল কাদের বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনটি ঘর আগুনে পুরো পুড়ে গেছে। মামলার বাদী ও বিবাদী একে অপরকে দোষারোপ করছেন। আমি বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।”
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/মাসুদ