ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১১ মে ২০২৫  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় তালিম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আমির হামজা (৩)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল। ওই সময় রেলস্টেশন থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে বসুন্ধরা আবাসিক এলাকার সামনে জালাল উদ্দীন তার ছেলে আমির হামজাকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনটি তাদের ধাক্কা দিলে জালাল উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আমির হামজা।

আরো পড়ুন:

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়