ঢাকা     বুধবার   ২৫ জুন ২০২৫ ||  আষাঢ় ১১ ১৪৩২

গোপালগঞ্জে ব্যক্তিগত গাড়িতে মিলল ইয়াবা ও অস্ত্র, গ্রেপ্তার ২

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১২ মে ২০২৫  
গোপালগঞ্জে ব্যক্তিগত গাড়িতে মিলল ইয়াবা ও অস্ত্র, গ্রেপ্তার ২

ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্র গ্রেপ্তারকৃত ২ জন

গোপালগঞ্জে বিশেষ অভিযানকালে গভীর রাতে ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় গাড়িসহ শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫) ও তার গাড়িচালক সাজ্জাদ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১১ মে) দিবাগত রাত ৩ টার দিকে শহরের গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মিনা গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের কেরামত আলী মিনার ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ড. মো. রুহুল আমিন সরকার জানান, রাতে বিশেষ অভিযান পরিচালনা করতে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় গাড়িটি দেখে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হলে গাড়ির ভেতর ইয়াবা ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। এসময় রফিকুল ইসলাম মিনা ও তার গাড়িচালক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।” 

ঢাকা/বাদল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়