সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা রিমন আ.লীগ নেতার ছেলে: বিজ্ঞপ্তি
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রিমন
হবিগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। তবে, রিমনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার কোনো সম্পর্ক নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযুক্ত রিমন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবিদুর রহমানের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রিমন নামের এক যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে সমন্বয়ক পরিচয়ে এলাকায় সীমাহীন অবৈধ কার্যক্রম করছেন। বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। রিমনের সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি জেলা কমিটির কোনো পর্যায়ের সদস্যও নন। সুতরাং তার অপকর্মের দায় সংগঠন বহন করবে না।
ঢাকা/মামুন/রাজীব