ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

গোপালগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১২ মে ২০২৫   আপডেট: ১৮:২৪, ১২ মে ২০২৫
গোপালগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিলাবৃষ্টি হয়

গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ধানসহ ফসলির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আজ সোমবার (১২ মে) বিকেল ৫টার দিকে জেলার বিভিন্নস্থানে মুশলধারে বৃষ্টি শুরু হয়। এরপরই সদর উপজেলার কাঠি ও কাজুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সেইসঙ্গে বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজে গেছে। এ বিষয়ে কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার জানান, জেলার ৮০ ভাগ জমির বোরো ধান কৃষক ঘরে তুলেছেন। শিলাবৃষ্টিতে পাটের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়