ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১২ মে ২০২৫  
নাসিক ভবনে অটোরিকশাচালকদের হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ভবনে অটোরিকশা চালকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাটসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ মে) সকালে হামলার ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘অটোরিকশাচালকরা হঠাৎ করে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুধু হামলা নয়, তারা প্রায় দেড় ঘণ্টা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।’’

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনে অটোরিকশা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জেরে সোমবার সকালে অটোরিকশাচালকরা সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন সামনে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে হামলা চালায়।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়