ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৩ মেট্রিক টন গরুর মাংসসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৩ মে ২০২৫   আপডেট: ১২:২৮, ১৩ মে ২০২৫
সাড়ে ৩ মেট্রিক টন গরুর মাংসসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দ করা পণ্য

হবিগঞ্জে সাড়ে তিন মেট্রিক টন গরুর মাংসসহ এক কোটি ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিজিবির একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক রেখে চালক পালিয়ে আত্মগোপন করে। পরে ট্রাক থেকে সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস ও বিপুল পরিমাণ উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া গত ৩ দিনে জেলার বিভিন্ন স্থানে আরও চারটি অভিযানে ৫টি ভারতীয় গরু, ১০০ কেজি রাবার, ৩০ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য আনুমানিক ১ কোটি ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান, থান কাপড় ও গরুর মাংসের চোরাচালানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। জব্দ করা পণ্য আইন অনুযায়ী মাধবপুর ও চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়