ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়াবার কারবারে স্বামী-স্ত্রী, র‌্যাবের হাতে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ১৩ মে ২০২৫  
ইয়াবার কারবারে স্বামী-স্ত্রী, র‌্যাবের হাতে গ্রেপ্তার

দম্পতির কাছে পাওয়া ইয়াবা ট্যাবলেট

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এই দম্পতির কাছে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। 

এরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতখামার গ্রামের খতিব উদ্দিনের ছেলে আজগর আলী (৫৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) উসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদে সোমবার যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ দম্পতিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/অদিত্য/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়