ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৪ মে ২০২৫   আপডেট: ১৬:৪১, ১৪ মে ২০২৫
গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসচাপায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া নারীর নাম রুবি আক্তার (২৫)। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী।

আরো পড়ুন:

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাইমাইল এলাকায় বাসা ভাড়া করে থাকতেন রুবি। তিনি কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। আজ বুধবার সকালে কারখানায় কাজে যোগ দিতে তিনি বাসা থেকে বের হন। বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সড়কের পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রুবি।

এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুবি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, কারখানার কাজে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাস ওই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়