ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় মৌসুমী ফলে কেমিকেল মেলেনি 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৪ মে ২০২৫  
কুমিল্লায় মৌসুমী ফলে কেমিকেল মেলেনি 

কুমিল্লায় মৌসুমী ফলে কেমিকেল আছে কি-না তা পরীক্ষা করা হয়

কুমিল্লা নগরীর কান্দিরপাড় ও রাজগঞ্জ বাজারে মৌসুমী ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।

আজ বুধবার (১৪ মে) পরিচালিত এই যৌথ অভিযানে বিভিন্ন মৌসুমী ফলে ক্ষতিকর কেমিকেল আছে কি-না তা পরীক্ষা করা হয়। তবে কোনো ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

আরো পড়ুন:

বিএসটিআই কুমিল্লা জেলা অফিস সূত্র জানায়, অভিযানে আম, লিচু, মাল্টা, আঙুর ও আপেলসহ মৌসুমী ফলের তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষা করা হয়। ফলগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কেমিকেল শনাক্ত হয়নি।

একই সময় খাদ্যপণ্যের মোড়কে অনুমোদনহীনভাবে মানচিহ্ন (স্ট্যান্ডার্ড মার্ক) ব্যবহার এবং বিভ্রান্তিকর তথ্য প্রদানের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স বিক্রমপুর শশী ভান্ডার, দেশওয়ালী পট্টি, কুমিল্লাকে ২৫ হাজার টাকা, মেসার্স নিউ প্রিমিয়াম সুইটস, রাজগঞ্জ বাজারকে ১০ হাজার টাকা এবং বিক্রমপুর ঘি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সালমান ফারসি এবং সহকারী কমিশনার মো. আনিসুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয় এবং পরীক্ষক (রসায়ন) মো. শহিদুল ইসলাম অংশ নেন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়