নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
পাবনার চাটমোহর পৌরসভার মধ্যশালিখা এলাকায় অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন মোল্লা উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যশালিখা জামে মসজিদে জোহরের নামাজ পড়ে রাস্তায় বের হতেই একটি সিএনজিচালিত অটোরিকশা আজিম উদ্দিন মোল্লাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।
স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তার পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/শাহীন/রাজীব