ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় চাঁদা নিতে গিয়ে ৮ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৫ মে ২০২৫  
খুলনায় চাঁদা নিতে গিয়ে ৮ যুবক আটক

আটক আট জন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছেন আট যুবক। 

বুধবার (১৪ মে) রাত দশটার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের বাস্তুহার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হন। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

স্থানীয়রা জানান, খুলনার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও ৯ জন যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনীর ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। 

এসময়ে রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন। তারা বাপ্পির কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও বাপ্পিকে হুমকি দেন তারা। 

এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এসময় রায়হানের সাথে থাকা কয়েকজন যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থালে গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

রায়হান নিজেকে নগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হলেও তারাও তাকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।

খালিশপুর থানার এস আই সোবহান বলেন, “রাতে বাস্তহারা কলোনীর ২নং রোডের একটি বাড়িতে গণ্ডগোল হয়েছে জানতে পেরে সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ৮ জনকে থানায় নিয়ে যান।” 

অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়