রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটিতে মালবাহী ট্রাক্টর উল্টে তিন জন শ্রমিক নিহত এবং দুই জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার আর্যপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াচান চাকমা (৫০), পিতা মৃত মানিক ধন চাকমা, নেবারন চাকমা (৩২) পিতা প্রদীপ কুমার চাকমা, লেট্টাউদো চাকমা (৪০) পিতা কালাচেলা চাকমা। তাদের বাড়ি উপজেলার বড় কচুছড়ি গ্রামে।
দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরচালক সুমন চাকমা (৩০) এবং সহেল চাকমা (৩৫)। দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সড়কের মালামাল নিয়ে যাওয়ার পথে আর্যপুরে ট্রাক্টর উল্টে গেলে ঘটনাস্থলেই তিন জন নির্মাণ শ্রমিক নিহত হন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং লাশ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছে।’’
শংকর//