মানিকগঞ্জ মেডিকেলে ক্যাথল্যাব চালুর আগেই চলে যাচ্ছে চমেকে
জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ || রাইজিংবিডি.কম

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু রোগীদের সেবা দিতে দুটি ক্যাথল্যাব স্থাপন করা হলেও প্রশিক্ষিত জনবল না থাকায় সেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি একটি ক্যাথল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৩ মে) পাঠানো মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবিরের স্বাক্ষর রয়েছে। নির্দেশনায় বলা হয়ছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিপুলসংখ্যক রোগীকে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ক্যাথল্যাবের মধ্য থেকে উপযুক্ত একটি স্থানান্তর করা প্রয়োজন।এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এতে আরও বলা হয়, এ বিষয়ে চিফ টেকনিক্যাল ম্যানেজার, নিমিউ অ্যান্ড টিসি প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করবেন।
এদিকে স্থানীয় রোগীরা জানান, হার্টের রোগীসহ মুমূর্ষু রোগীদের জন্য ক্যাথল্যাব খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের দুটি ক্যাথল্যাব সচল হলে জেলার হাজার হাজার রোগীর জীবন বাঁচবে। একটি ক্যাথল্যাব অন্যত্র চলে গেলে জেলার রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘‘এমনিতেই হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তার মধ্যে ক্যাথল্যাব দুটি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে। তার মধ্যে একটি অন্যত্র চলে যাচ্ছে। এটি এ জেলার জন্য এক ধরনের মহাবিপদ। যারা ক্যাথল্যাবটি চালু করতে পারেননি এ দায় ভার তাদের।’’
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘দক্ষ জনবলের অভাবে ক্যাথল্যাব দুটি চালু করা যায়নি। আমি যোগদানের পরে চালুর উদ্যোগ নিয়েছি। ক্যাথল্যাব পরিচালনার জন্য জনবল প্রশিক্ষিত করা হয়েছে। দ্রুত ক্যাথল্যাব চালু করা হবে।’’
যেহেতু দুটি ক্যাথল্যাব আছে। একটি দিয়ে রোগীর সেবা প্রদান করা সম্ভব। অন্যটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তারা//