টাঙ্গাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪১, ১৬ মে ২০২৫
আপডেট: ২২:৪৩, ১৬ মে ২০২৫

প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে সিফাত (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার কুর্শাবেনু এলাকার রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন মাঝি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিফাত নৌকা নিয়ে ধলেশ্বরী পার হয়ে নিজ বাড়িতে ফিরছিল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। হঠাৎ নদীর মাঝপথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।’’
ঢাকা/কাওছার/রাজীব