ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে : ঊষাতন তালুকদার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২০ মে ২০২৫  
নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে : ঊষাতন তালুকদার

চট্টগ্রাম ছাত্র পরিষদের ৩৬ বছর পূর্তি ও ২৯তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভায় বক্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘‘প্রথমে ডিসেম্বর, পরে জুন। এখন আবার শোনা যাচ্ছে, সেটাও সম্ভব না। তাহলে কি আপনাদের মধ্যে এখন ক্ষমতার লোভ দানা বেঁধেছে? সাধারণ জনগণ এমনটাই কানাঘুষা করছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। আন্দোলনের নামে দেশের অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে। এটা কি বার্তা দেয়? এগুলো বুঝতে হবে।’’

আরো পড়ুন:

আজ মঙ্গলবার (২০ মে) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৩৬ বছর পূর্তি ও ২৯তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‘সকল প্রকার বিভেদ ও জুম্ম স্বার্থ পরিপন্থি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন’- স্লোগানে রাঙামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা প্রমুখ।

ঊষাতন তালুকদার বলেন, ‘‘দেশের সকল জাতি, গোষ্ঠী, রাজনৈতিক দল, সরকারসহ সকলের কাছে দাবি জানাই আসুন আমরা সবাই আন্তরিকতার সঙ্গে পার্বত্য সমস্যাগুলো অনুধাবন করি। সমাধানের পথ খুঁজি। কিন্তু দেশের বৃহৎ জনগোষ্ঠী ও সরকার তা করছে না। এটা চরম হতাশার, একইসঙ্গে আমরা ক্ষুব্ধ হচ্ছি।’’ 

তিনি আরো বলেন, ‘‘চুক্তি বাস্তবায়নে এই সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না।’’ 

পাহাড়ি ছাত্র পরিষদের নতুন নেতৃত্বকে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়