ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে দম্পতি আহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২০ মে ২০২৫   আপডেট: ২১:১০, ২০ মে ২০২৫
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে দম্পতি আহত

ফাইল ফটো

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

এরপর কক্সবাজারে সাময়িকভাবে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আরো পড়ুন:

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আহত দম্পতি দুই পা ও কোমরে আঘাত পেয়েছেন।

ম্যাজিস্ট্রেট নাফি বলেন, “দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিংয়ে নিয়ম অমান্য করে একসঙ্গে দুজনকে উড়ানো হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে আহত হন।”

তিনি জানান, ঘটনার পরপরই প্যারাসেইলিংয়ের মালামাল জব্দ করা হয়েছে। তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আহত দম্পতিকে দ্রুত সরিয়ে নেয়া হয়, তারা এখন কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে। কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেয়া হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত সৈকতে প্যারাসেইলিং বন্ধ থাকবে। 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়