ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেলার আয়োজন নিয়ে বিএনপি- জামায়াত সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২১ মে ২০২৫   আপডেট: ০৯:৪২, ২১ মে ২০২৫
মেলার আয়োজন নিয়ে বিএনপি- জামায়াত সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

কুষ্টিয়ার কুমারখালীতে মেলা বসানো নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেলের আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে ঘটে এ ঘটনা। 

আহতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন- আসাকুর রহমান, হাবিবুর রহমান, কুদ্দুস প্রামাণিক, তুহিন হোসেন, সরাফাত সুলতান, টিপু সুলতান, সুকুর শেখ, শরীফ, জিহাদ হোসেন, জামাত আলী ও ইউনুস আলী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে কুমারখালীর হোগলা চাপাইগাছি বাজারে ‘গাজীকালু-চম্পাবতী’ মেলার আয়োজন করা হয়। অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামায়াত কর্মীরা।

অন্যদিকে বিএনপি সমর্থকেরা মেলা কমিটির পক্ষ নেন। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয়দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। 

এ বিষয়ে বিএনপির সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান বলেন, “জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা থানায় মামলা করব।”

মেলার দোকানীরা বলেছেন, “আসরের পর থেকে জামায়াত-শিবিরের লোকজন বার বার উঠে যাওয়ার জন্য হুমকি দেয়। পরে সন্ধ্যার একটু আগে কয়েকশ’ লোক রামদা, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। ভয়ে পালিয়ে গিয়েছিলাম। পরে এসে দেখি মালামাল কিছুই নেই। অনেক টাকার ক্ষতি হয়েছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, “ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে মেলা কমিটির লোকজন হামলা করেছে। থানায় মামলা করা হবে।”

জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। সেজন্য প্রশাসন অনুমতি দেননি। তবুও বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছে। আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমিসহ আমাদের অনেকেই আহত হয়েছেন।”

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “মেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়