ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর, আহত শাশুড়ি

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২১ মে ২০২৫   আপডেট: ২০:৩৪, ২১ মে ২০২৫
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর, আহত শাশুড়ি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে সোলায়মান হুসাইন (৬৩) নামের এক ব্যক্তি ও তার পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)।

বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সোলায়মান হুসাইনের পরিবারের সদস্যরা ঘরের পুরোনো খুঁটি বদলানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে। এতে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আহতাবস্থায় শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সিথুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়