খাবার কিনে দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
সাতক্ষীরার তালা উপজেলায় খাবার কিনে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. রওশন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে উপজেলার গনেশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ওই ঘটনায় শুক্রবার (২৩ মে) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৭।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। শিক্ষক ব্যক্তিগত কারণে না পড়ানোয় সে বাড়ি ফিরছিল। গনেশপুর বাজারে আসলে পূর্ব পরিচিত চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে একটি পোল্ট্রি খামারে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর বাবা পাটকেলঘাটা থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে মধ্যরাতেই রওশনকে আটক করে পুলিশ।
পাটকেলঘাটা থানার ওসি মো. মাঈনুদ্দীন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তারকৃত রওশন আলীর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
ঢাকা/শাহীন/মাসুদ