ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৮ মে ২০২৫  
ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক সামিরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুুরে সদর উপজেলার বাথানপাড়া সীমান্ত দিয়ে পরিবারের কাছে মরদেহটি বুঝিয়ে দেয় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আরো পড়ুন:

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ১৮ বছর বয়সী সামিরুল ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা-রামচন্দ্রপুর এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‍“গত ২৫ মে বন্ধুদের সঙ্গে গোসলে করতে সামিরুল গঙ্গায় নামেন। এসময় তিনি পানিতে তলিয়ে যান। গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোহনা পার্ক এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। আইনানুগ ব্যবস্থা শেষে আজ বুধবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়