ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পরদিন থেকেই অনুপস্থিত চিকিৎসক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৮ মে ২০২৫   আপডেট: ২২:০৪, ২৮ মে ২০২৫
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পরদিন থেকেই অনুপস্থিত চিকিৎসক

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাজীপুর সদর হাসপাতাল থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে পদায়ন পেয়ে বদলি হন ডা. ফয়সাল আহমেদ। সেখানে যোগ দেওয়ার পরদিন থেকেই তিনি অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করলেও তিনি কোনো জবাব দেননি।

ডা. ফয়সাল আহমেদ তার অনুপস্থিতির কারণ হিসেবে ঘাড়ের হাড় ক্ষয়জনিত ব্যথার কথা উল্লেখ করেছেন। 

আরো পড়ুন:

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, পোস্টিং তার পছন্দ হয়নি।”

হাসপাতাল সূত্র জানায়, গত ৩ মে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ডা. ফয়সাল আহমেদ। শ্রীপুরের মতো ব্যস্ত শিল্পাঞ্চলে রোগীর চাপ তুলনামূলকভাবে বেশি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকের অনুপস্থিতি রোগীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

গত ৭ মে, ১২ মে এবং ১৮ মে- এই তিন তারিখে অনুপস্থিত থাকার কারণে ডা. ফয়সালকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হলেও তিনি কোনো জবাব দেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন প্রচুর রোগী আসেন। চিকিৎসক সংকট থাকলে রোগীদের সেবা দিতে আমরা হিমশিম খাই। একজন চিকিৎসকের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। ওই চিকিৎসককে শোকজ করা হলেও তিনি কোনো জবাব দেননি।”

ডা. ফয়সাল আহমেদ তার অনুপস্থিতির কারণ হিসেবে ঘাড়ের হাড় ক্ষয়জনিত ব্যথার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাকে হুট করে শ্রীপুরে বদলি করা হয়েছে। এটা আমার প্রত্যাশার বাইরে। আমি জয়েন করেছি ঠিকই, কিন্তু শারীরিক সমস্যার কারণে কাজে যোগ দিতে পারছি না। সরকারের কাছে আবেদন করেছি, আশা করি সমাধান হবে।”

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “তিনি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, পোস্টিং তার পছন্দ হয়নি। ডিজি মহোদয় দেশের বাইরে আছেন, তিনি ফিরলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়