ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৩০ মে ২০২৫   আপডেট: ১৬:৪৩, ৩০ মে ২০২৫
কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

কাপ্তাই হ্রদে চলাচলরত নৌযান

টানা বর্ষণে জানমালের ক্ষতি এড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। 

শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আরো পড়ুন:

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাঙামাটিতেও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌযান চলাচল বন্ধের এই সিদ্ধান্ত ইতোমধ্যে সবাইকে অবহিত করা হয়েছে।

নিষেধাজ্ঞা জারির পর থেকে কাপ্তাই হ্রদে চলাচলরত নৌযানগুলো ঘাটে অবস্থান করছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটিতে পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়