ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে হেডলাইট জ্বলিয়ে সড়কে চলছে যানবাহন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৫
পটুয়াখালীতে হেডলাইট জ্বলিয়ে সড়কে চলছে যানবাহন

ঘন কুয়াশার কারণে পটুয়াখালীর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন ধরনের যানবাহনকে

পটুয়াখালীতে জেঁকে বসেছে ঘন কুয়াশা। ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীন জনপদ। পরিস্থিতি এমন যে দিনের বেলাতেও হেডলাইট জ্বলিয়ে মহাসড়কে চলছে যানবাহন। ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের। বেকায়দায় পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারে যাওয়া জেলেরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। ডিসেম্বর মাসজুড়ে শীত অপরিবর্তিত থাকতে পারে বলে জেলা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

আরো পড়ুন:

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পটুয়াখালীর একটি গ্রামীণ সড়ক


কলাপাড়া চৌরাস্তা এলাকার সবজি বিক্রেতা সজর হোসেন বলেন, “গত কয়েকদিন ধরে অনেক বেশি শীত অনুভুত হচ্ছে। মূলত হিমের হাওয়ার কারণে দাঁড়িয়ে থেকে সবজি বিক্রি করা দায় হয়ে পড়েছে। অন্তত পক্ষে সকাল ৯টা পর্যন্ত এ অবস্থা চলে। রোদ উঠলে শীত কিছুটা কমবে।” 

এতিমখানা এলাকার রিকশাচালক আহসান মিয়া বলেন, “দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। রাতে রিকশা চালানো অনেক কষ্টের। তারপরও পেটের দায়ে বাধ্য হয়েই রিকশা চালাতে হয়। শীত বাড়তে থাকলে আমাতের কষ্টের শেষ থাকবে না।”

কলাপাড়া চৌরাস্তা এলাকার সবজি বাজার


পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরো কমতে পারে। শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে পারে। ডিসেম্বর মাস জুড়ে আবহাওয়া অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়