ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘাটে তিনদিন অপেক্ষার পর গন্তব্যে পৌঁছাল ৪ মরদেহ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৩০ মে ২০২৫  
ঘাটে তিনদিন অপেক্ষার পর গন্তব্যে পৌঁছাল ৪ মরদেহ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে তিনদিন অপেক্ষার পর বিশেষ বিবেচনায় সরকারি নৌযানে চারটি মরদেহ গন্তব্যে পৌঁছেছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সরকারি নৌযান বে ক্রুজ-১ যোগে চেয়ারম্যান ঘাট থেকে চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহগুলো। 

আরো পড়ুন:

গত বুধবার (২৮ মে) বিকেল থেকে মরদেহবাহী চারটি অ্যাম্বুলেন্সে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছিল। যারা মারা গেছেন এবং তাদের পরিবারের কোনো তথ্য জানাতে পারেননি ইউএনও।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বুধবার দুপুর ১২টা থেকে হাতিয়ায় সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। যার কারণে গত তিনদিন ধরে হাতিয়া উপজেলার সঙ্গে নোয়াখালী জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ছিল। ফলে জেলা সদর থেকে হাতিয়াগামী যাত্রীরা চেয়ারম্যান ঘাটে আটকা পড়েন।

ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “বিশেষ বিবেচনায় চেয়ারম্যান ঘাট থেকে সরকারি নৌযান বে ক্রুজ -১ যোগে মেঘনা নদীর উত্তর পাড়ের নলচিরা ঘাটে মরদেহ নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগের আদেশ অনুযায়ী যথারীতি নৌ যোগাযোগ বন্ধ থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ চারটি গ্রহণ করার জন্য নলচিরা ঘাটে স্বজনরা অপেক্ষায় ছিলেন। নৌযান থেকে নামানোর পর নলচিরা ঘাট থেকে সড়ক পথে হাতিয়া উপজেলা সদর ওছখালি নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিজ নিজ এলাকায় দাফনের জন্য নেওয়া হয় মরদেহ চারটি।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়