ঢেউয়ের আঘাতে ভাঙছে টেকনাফের মেরিন ড্রাইভ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে আবারো ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে যাওয়ায় সড়কের অন্তত দুই কিলোমিটার জুড়ে চারটি স্থানে ভাঙন দেখা দেয়।
শুক্রবার (৩০ মে) দুপুরে সরেজমিনে দেখা গেছে, টেকনাফের মুন্ডার ডেইল, বাহারছড়া ও শীলখালী এলাকায় সড়কের পাশের জিও ব্যাগ ধসে পড়ছে। ঢেউয়ের আঘাতে উপড়ে পড়া ঝাউ গাছ স্থানীয় কিছু ব্যক্তি কেটে নিয়ে গেছেন বলে জানা গেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সলিম বলেন, “শুক্রবার দুপুর থেকে মেরিন ড্রাইভের কয়েকটি অংশে তীব্র ভাঙন শুরু হয়েছে। সড়কের পাশের জিও ব্যাগগুলো একের পর এক বিলীন হয়ে যাচ্ছে। গাছ কেটে নেওয়ার বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভের বিভিন্ন স্থানে প্রভাবশালীরা সৈকত থেকে অবাধে বালু উত্তোলন করছেন, যার ফলে সড়কের গোড়ার মাটি দুর্বল হয়ে পড়েছে এবং জোয়ারের ধাক্কায় একের পর এক ভাঙন দেখা দিচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেনাবাহিনীর। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। গাছ কেটে নেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”
এর আগে, গত বছর আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারে মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছিল। পরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) জিও টিউব ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নেয়।
ঢাকা/তারেকুর/মাসুদ