ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফলংয়ে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২ জুন ২০২৫  
জাফলংয়ে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে পাবেল মিয়া নিখোঁজ হয়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে পাবেল মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পাবেল গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে। তিনি বালু তোলার কাজ করেন। বালু তুলতে নৌকার করে যাচ্ছিলেন।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ মে) সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।

স্থানীয়রা জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। হঠাৎ করে কীভাবে তিনি পানিতে পড়লেন, তা জানা যায়নি।

গোয়াইনঘাট থানার এসআই উৎসব কর্মকার জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা তদন্ত করা হচ্ছে। 
 

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়