ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরব নদে নৌকা বাইচ, উপভোগ করলেন হাজারো মানুষ

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২১ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:০২, ২১ নভেম্বর ২০২৫
ভৈরব নদে নৌকা বাইচ, উপভোগ করলেন হাজারো মানুষ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে শুক্রবার নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়

ঢেউয়ের কলতান ও বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল হয়ে উঠেছিলো শান্ত ভৈরব নদ। দুই পাড়ে হাজারো দর্শকের করতালিতে পরিবেশ হয়ে উঠেছিল উৎসবমুখর। শীতের বিকেলে গ্রাম বাঙলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন যশোরের অভয়নগর উপজেলার মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অভয়নগর স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে ভৈরব নদের দুই পাড়ে ভিড় করেন হাজার হাজার দর্শক। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলার ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ‘জয় মা কালি’ নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে। টুঙ্গিপাড়ার ‘মোবাইল ব্যাটারী’ নামে নৌকা দ্বিতীয় এবং মাগুরার ‘মাগুরা টাইগার’ নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে।

আয়োজকরা জানান, অভয়নগর উপজেলার তালতলা খেয়াঘাট থেকে নৌকা বাইচ শুরু হয়। এটি প্রায় ৩ কিলোমিটার দূরের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয়স্থান অধিকারী দলকে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

অভয়নগর স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এম আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন- অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরিফ হোসেন, সাবেক আমির মাওলানা মশিউর রহমান। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়