ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে এক রাতে ৫ কবরের কঙ্কাল চুরি

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২ জুন ২০২৫  
পঞ্চগড়ে এক রাতে ৫ কবরের কঙ্কাল চুরি

পঞ্চগড় সদর উপজেলার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে এক রাতেই ৫টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২ জুন) সকালে কবরের মাটি খোঁড়া দেখে কঙ্কাল চুরির ঘটনা প্রকাশ পায়। এর আগে, রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চুরিকৃত কঙ্কালগুলো হলো- তসিরুল আলম, রাইয়ান আজমি বিজয়, হামিদা বেগম, তোজো ও আব্দুস সাত্তারের।

আরো পড়ুন:

এলাকাবাসী বলেন, সোমবার সকালে তেলিপাড়ার বাসিন্দা আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে এসে কবরের মাটি খোঁড়া দেখতে পান। তাৎক্ষণিক কবরস্থান কমিটি ও স্থানীয়দের বিষয়টি জানান তিনি। পরে মাটি খোঁড়া কবরের মাটি সরিয়ে সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

কাগজিয়াপাড়া কবরস্থান কমিটির সহ-সভাপতি হাসিবুল করিম বলেন, ‘‘কবরস্থানটি পুরোপুরি অরক্ষিত। ধারণা করছি, গভীর রাতে দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।’’

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়