ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিনে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে রাহুল মিত্র

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ২ জুন ২০২৫   আপডেট: ১৯:০৮, ২ জুন ২০২৫
জামিনে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে রাহুল মিত্র

জামিনে কারামুক্ত হয়ে বাবার শেষকৃত্যে অংশ নিয়েছেন মাগুরার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা রাহুল মিত্র। রবিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সাতদোহা শ্মশানে বাবার মুখাগ্নি করেন তিনি।

এর আগে, শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাহুল মিত্রের বাবা রতন কুমার মিত্র মারা যান। রাহুল মিত্র মাগুরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। তিনি পেশায় দন্ত চিকিৎসক। ঢাকার মিরপুরে নিজ প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেন তিনি।

আরো পড়ুন:

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রয়াত রতন কুমার মিত্র আইন পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির একটি অংশের সভাপতি ছিলেন। তার দুই ছেলের একজন কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। আরেক ছেলে রাহুল মিত্র পেশায় দন্ত চিকিৎসক। ২০২৩ সালের এপ্রিলে ঘোষিত মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদ পান। 

গত ৪ মে ঢাকার মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল থানায় জুলাই–আগস্টের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আসামি হিসেবে কারাগারে ছিলেন রাহুল মিত্র।

পরিবারের সদস্যরা বলেন, শনিবার বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন রতন কুমার মিত্র। দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। একমাত্র জীবিত ছেলে কারাগারে থাকায় তার মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়।

রবিবার বিষয়টি আদালতের নজরে আনেন রাহুল মিত্রের আইনজীবী। পরে বিকেল ৪টার দিকে ঢাকার একটি কারাগার থেকে জামিনে মুক্তি পান ওই চিকিৎসক। রাতে মাগুরায় পৌঁছালে রতন কুমার মিত্রের শেষকৃত্য হয়।

রাহুল মিত্র বলেন, ‘‘আমার বাবা হয়ত আরো কিছুদিন বেঁচে থাকতেন। আমার চিন্তাতেই শেষ হয়ে গেলেন। গত কিছুদিন আমাকে নিয়ে তার চিন্তার অন্ত ছিল না।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়