ভাইকে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইকে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেন কদরকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালীন আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ৬ আসামিকে খালাস দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী ও মহফুজুর রহমান বুলু।
ঢাকা/শাহরিয়ার/রাজীব