গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবকের মৃত্যু
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর বাউফলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকে থাকা ১৪ গরুর মধ্যে ১১টি জীবিত ও তিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে কালাইয়া-বাউফল সড়কের আফসারের গ্রেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জেলার দশমিনা উপেজলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালী গ্রামের আবদুর করিম মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। আফসারের গ্রেজ এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলো স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’’
ঢাকা/ইমরান/রাজীব