লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের শাহজাহানের মেয়ে খাদিজা (২) ও ইমরানের ছেলে তাফসির (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুই শিশু কোরবানির গরু নিয়ে মেতে ছিল। হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভেসে উঠে। দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/লিটন/রাজীব