কুষ্টিয়ায় নদী থেকে বালু তোলায় যুবকের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় নাঈম প্রামাণিক (১৯) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ারদার।
দণ্ডপ্রাপ্ত নাঈম জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের রিয়াজুল প্রামাণিকের ছেলে।
বিজয় কুমার জোয়ারদার বলেন, ‘‘পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরোয়ানা মূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান চলবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব