ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত  

কেরাণীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৭ জুন ২০২৫   আপডেট: ১১:৫১, ৭ জুন ২০২৫
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত  

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি জামাতে অংশ নেন বন্দিরা। 

শনিবার (৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে বন্দিদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে কারাগারে থাকা হাজারো বন্দি অংশ নেন। এর আগে, সকাল ৭টায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম ঈদ জামাতে অংশ নেন। 

আরো পড়ুন:

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেরাণীগঞ্জ কারাগারে বন্দিদের জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে।

সকালের নাশতায় বন্দিদের জন্য থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে থাকবে মুরগির রোস্ট, গরু- খাসির মাংস, সালাদ, কোমল পানীয়, মিষ্টান্ন ও পান-সুপারি। 

আত্মীয় স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হচ্ছে। ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দিদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

ঢাকা/শিপন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়