মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে হামজা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামজা ওই এলাকার ফরহাদ বেপারীর ছেলে। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল হামজা। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুর পানিতে ভেসে ওঠে হামজা। দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা/বেলাল/রাজীব