চট্টগ্রামে ৮ ঘণ্টায় পশুর বর্জ্য অপসারিত: মেয়র
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:১২, ৭ জুন ২০২৫
আপডেট: ২০:১৫, ৭ জুন ২০২৫
চট্টগ্রামে ৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে বর্জ্য অপসারিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিটি মেয়র বলেন, ‘‘ঈদের দিন সকাল ১০টা থেকে সিটি কর্পোরেশনের ৪ হাজার ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। সন্ধ্যা ৬টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হয়েছে।’’
নগরীর ৪১টি ওয়ার্ড থেকে ১০ হাজার টনের বেশি পশুর বর্জ্য অপসারিত হয়েছে বলে জানান শাহাদাত।
ঢাকা/রেজাউল/রাজীব