শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন ও আরশাফুল খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/তারিকুল/রাজীব