ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার, পাশে ছিল চিরকুট

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৮ জুন ২০২৫   আপডেট: ১৫:৪১, ৮ জুন ২০২৫
ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার, পাশে ছিল চিরকুট

আব্দুর রহমান

কু‌ষ্টিয়া সদর উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ‌ থে‌কে এক‌টি পিস্তল ও চিরকুট পাওয়া গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

র‌বিবার (৮ জুন) সকালে পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌ মোড় এলাকার একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক শামসুল হক। 

আরো পড়ুন:

নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের পাটিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির প‌রি‌বেশক ছিলেন। এছাড়াও তার স্থানীয় বাজা‌রে ফ‌টোক‌পির দোকান ছিল।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, তাহাজ‌ মো‌ড় এলাকার নিজ জ‌মির ওপর এক‌টি টি‌নের ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। রবিবার সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে যায়। পরে জানালা দি‌য়ে উঁকি দিয়ে ‌বিছানার উপর তার লাশ দে‌খতে পান পরিবারের লোকজন। প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেয়। 

এলাকাবাসী জানান, পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে একটু দূরে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় তার স্ত্রী একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে যান। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তে উজ্জল একাই থাক‌তেন। কিছু‌দিন ধ‌রে মানসিকভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন।

পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক শামসুল হক ব‌লেন, ‍“মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার ওপর ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেয়। মরদেহের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিক ধারণা, তিনি আত্মহত্যা ক‌রে‌ছেন। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়