ঈদের দিন নিখোঁজ, পরদিন মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
সোহানা। ফাইল ফটো
যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের একটি পুকুর থেকে সোহানা (১১) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহানা গতকাল ঈদের দিন বিকেল থেকে নিখোঁজ ছিল। পুলিশের ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সোহানা ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘‘ঈদের দিন সোহানার পরিবারের সদস্যরা পশু কোরবানির জন্য পাশে তার ফুফুর বাড়িতে যায়। এসময় সোহানা ও তার ফুফাতো বোন তন্বী বাড়িতে খেলাধুলা করছিল। দুপুরের দিকে তন্বী ঘুমিয়ে পড়ে। সোহানা উঠানে খেলা করছিল। দুপুর ২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে সোহানাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তন্বীকে জিজ্ঞাসা করলে জানায়, সোহানা উঠানে খেলা করছিল। রবিবার সকালে বাড়ির পেছনের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।’’
ওসি আরো বলেন, ‘‘সোহানার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’’
ঢাকা/রিটন/রাজীব