ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের মুখে বিষ দিলো ছোট ভাই

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৮ জুন ২০২৫   আপডেট: ২২:০৬, ৮ জুন ২০২৫
কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের মুখে বিষ দিলো ছোট ভাই

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক বিরোধ ও কোরবানির মাংস কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে দুলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে মারধর ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে।

রবিবার (৮ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে, গতকাল বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- রুবেল ও আলমগীর।

আরো পড়ুন:

নিহতের পরিবারের অভিযোগ, জায়গা-জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলালের বিরোধ ছিল। শনিবার বেলা ১১টার দিকে কোরবানির মাংস ছোট-বড় করা নিয়ে দুলালের সঙ্গে ভাইদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘‘বেলা ১১টার দিকে মারামারি হয়েছে। বিকেল ৫টার দিকে দুলাল মিয়া মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল ও আলমগীর পলাতক। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়