ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

নানার বাড়িতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১০ জুন ২০২৫  
নানার বাড়িতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো. জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো. তাহাসিন (৫)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, ঈদের দ্বিতীয় দিন মায়েদের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে ফারিয়া ও তাহাসিন। সোমবার বিকেলের দিকে তারা খেলা করছিল। কোনো এক সময় তারা ঘরের পাশের পুকুরে পড়ে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ফারিয়া ও তাহাসিনকে খুঁজতে শুরু করেন। সন্ধ্যা ছয়টার দিকে শিশু দুইটিকে পুকুরে ভাসতে দেখেন তারা। উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া ও তাহাসিনকে মৃত ঘোষণা করেন। 

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি কেউ।”  

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়