ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ ড্রেজার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: ফাওজুল কবির

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১১ জুন ২০২৫   আপডেট: ১৫:৪৬, ১১ জুন ২০২৫
অবৈধ ড্রেজার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: ফাওজুল কবির

রীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (ডানে)। তার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় নদী ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সেনাবাহিনী ও কোস্ট গার্ডকে নিয়ে কঠোর পদক্ষে নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

বুধবার (১১ জুন) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে একথা জানান তিনি। 

আরো পড়ুন:

ফাওজুল কবির খান বলেন, ‍“নদী ভাঙনের কারণ, নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। জেলা প্রশাসনের লোকজন ড্রেজার শ্রমিকদের ধরেন। তবে, তাদের ধরে লাভ নেই। আমরা তাকে বলেছি, ড্রেজারগুলোকে জব্দ করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা বন্ধ করা না গেলে বাঁধ দিলেও সমস্যা সমাধানে আসবে না।” 

তিনি বলেন, “প্রয়োজনে সেনাবাহিনী ও কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ অন্যরা।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়