মাতামুহুরী নদীর তীরে মিলল পর্যটকের লাশ, এখনো নিখোঁজ ২
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদীর তীর থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শেখ জুবাইরুল ইসলাম। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। ইউএনও’র দাবি, এখনো দুই পর্যটক নিখোঁজ আছেন।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার ফরেস্ট ঘাট সংলগ্ন মাতামুহুরী নদীর তীরে লাশটি ভেসে আসে। আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় ট্যুর গাইড ও পুলিশ জানান, ‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদমে পৌঁছান। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা।
পর্যটকদের দলটি দুইটি গ্রুপে বিভক্ত হয়। একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন জানান, বর্তমানে ২২ জনের একটি দলের ১৯ জন সদস্য আলীকদম থানায় রয়েছে। নিখোঁজ তিনজনের মধ্যে জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে, তবে কো-হোস্ট হাসানসহ বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি থানায় অবস্থানরত ১৯ জন পর্যটকের সঙ্গে কথা বলে জানান , গত বুধবার রাতে তারা তৈনখাল পার হচ্ছিলেন। ১৯ জন নিরাপদে খাল পার হতে পারলেও কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। এই তিনজনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদম সদরের ফরেস্ট ঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “গত ১১ জুন ২২ জনের একটি পর্যটক টিম দোসারি দিকে ভ্রমণে যায়। তাদের মধ্যে ১৯ জন পর্যটক আলীকদম থানার হেফাজতে আছেন। তিনজন নিখোঁজ ছিলেন। আজ শেখ জুবাইরুল ইসলাম নামের একজনের মরদেহ পাওয়া গেছে। বাকি দুইজন এখনো নিখোঁজ। তাদেরকে উদ্ধারে পুলিশ ও স্থানীয় ট্যুর গাইড তৎপরতা চালাচ্ছে।”
ঢাকা/চাইমং/মাসুদ