মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাগুরার মোহাম্মদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাল মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৩ জুন) বিকেলে মাগুরা-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মোল্লা উপজেলার বিনোদপুর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে ও পেশায় বাবুর্চি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর্চি কাজের জন্য বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরার দিকে আসছিলেন লাল মোল্লা। ধলহারা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে সড়কের অফিসার ইনচার্জ (ওসি) সিদ্ধার্থ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শাহীন/রাজীব