ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৭ জুন ২০২৫  
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ফটো

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে মারা যায় সে। ফাহিম একই গ্রামের মো. জাহিদ হাসানের ছেলে। 

আরো পড়ুন:

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী বলেন, ‍“আজ ফাহিম বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। দুপুরে সে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা ফাহিমকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি মো. বানী ইসরাইল জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়